সিলেট অফিস – সিলেট শহরে ইব্রাহিম আবু খলিল (৫৫) নামে স্থানীয় এক তাবলীগ জামায়াতের আমিরকে নিজ বাসায় গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১০টার দিকে নগরীর চারাদিঘীর পাড়ে বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে শোবার ঘরে খাটের নিচে হাত-বাঁধা ও গলা কাটা লাশটি পাওয়া যায়। মুখের উপর একটি বালিশ চাপা দেয়াও ছিল। ইব্রাহিম সিলেট তাবলীগ জামায়াতের আমিরের দায়িত্বে ছিলেন বলে তার ছেলে সাজিদ উদ্দিন জানান। তিনি ভারতে চিল্লা শেষে দুই দিন আগে দেশে ফেরেন। ঘর থেকে ল্যাপটপ ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে জানান সাজিদ।