1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
তাবলীগ জামাত নিয়ে বিরোধ, ছাতকে প্রাণ হারালেন ২জন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন

তাবলীগ জামাত নিয়ে বিরোধ, ছাতকে প্রাণ হারালেন ২জন

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩৪৮ Time View

ছাতক সংবাদদাতা :: সুনামগঞ্জের ছাতকে তাবলীগ জামাত নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই জন নিহত হয়েছেন। হামলার পর উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আরও ১৫ জন আহত হন। গুরুতর আহত ৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাতকের গোবিন্দগঞ্জ পীরপুর দক্ষিণ পাড়া গ্রামে শুক্রবার সকাল ১১টার দিকে হামলা ও দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- পীরপুর দক্ষিণ পাড়ার মৃত মাসুদ মিয়ার ছেলে বতু মিয়া (৫০) ও একই গ্রামের শমসের আলীর ছেলে সিএনজি অটোরিকশা চালক কবীর হোসেন (২৬)।স্থানীয় সূত্রে জানা যায়- শুক্রবার সকাল ১১টার দিকে কবীরের সিএনজি অটোরিকশাযোগে বতু মিয়া পীরপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামের ভেতর ঢোকার পর একই গ্রামের মোস্তফা আলমের ছেলে সেলিম ও আবদুল করিমের ছেলে শ্যামল তাদের উপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন কবীর ও বতু।আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা হাসপাতালে মৃত্যুবরণ করেন।এই হামলার জের ধরে দুপুর সাড়ে ১২টার দিকে উভয় পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।আহতদের মধ্যে ইব্রাহিম, লূৎফুর, আনহার, রাজা মিয়া, আবদুল করিম, শ্যামল ও সেলিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রাজা মিয়া, আবদুল করিম, শ্যামল ও সেলিমকে আটক করা হয়েছে। আটকাবস্থায় তাদের চিকিৎসা চলছে।
ছাতক থানার ওসি রজব আলী জানান- গত রমজানে গ্রামের মসজিদে তাবলীগ জামাত নিয়ে বতু মিয়া এবং একই গ্রামের সেলিম ও শ্যামলদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে প্রায় একমাস আগে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। থানায় উভয় পক্ষের একাধিক মামলাও রয়েছে। এর জের ধরেই এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com