জগন্নাথপুর টুয়েনিন্টফোর ডেস্ক:: তথ্য-প্রযুক্তি ব্যবহারে সুনামগঞ্জ জেলা প্রশাসন সারাদেশের মধ্যে সপ্তম এবং সিলেট বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। সুনামগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সুনামগঞ্জের শিক্ষার হার সবচেয়ে কম। জেলার শিক্ষার হার সামঞ্জস্যপূর্ণ করতে আরো কাজ করতে হবে। তিনি আরো বলেন, ‘স্কুলে বিদ্যা অর্জন, মঞ্চে গান, মাঠে খেলা ধুলা আর জমিতে ধান’ এ স্লোগানে হাওরবেষ্টিত সুনামগঞ্জ শিক্ষায় দেশের মধ্যে শীর্ষে থাকবে। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় জেলা প্রশাসকের শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবজিৎ সিংহ এর পরিচালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সৈয়দ তাহের আলম মনসুর, সহ-সভাপতি পঙ্কজ কন্তি দে, সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।