সিলেট সংবাদদাতা::সিলেটের বহুল প্রচারিত দৈনিক সিলেটের ডাক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক বলেছেন, তথ্য প্রযুক্তির যুগে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ বাহন। আগে এ প্রযুক্তি চালু না থাকায় জনসাধারনকে চরম দুর্ভোগ পোহাতে হতো। কিন্তু এখন মোবাইল ফোন ব্যবহার করে মানুষ একজন আরেক জনের সাথে সহজে যোগাযোগ করতে পারছে। তিনি বলেন, বাংলাদেশ এখন প্রযুক্তির ক্ষেত্রে অনেকটা এগিয়েছে। মোবাইল ফোন ব্যবহার করে শুধু আলাপ আলোচনা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টুইটার ব্যবহৃত হচ্ছে। এ প্রযুক্তিকে জনগনের আরো দুরগোড়ায় পৌছে দিতে সকল মহলের সহযোগিতার প্রয়োজন।রোববার বিকাল ৪টায় সিলেট নগরীর ব্যস্ততম আম্বরখানাস্থ হুরায়রা ম্যানশন “স্মার্ট মোবাইল সপ” এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মোবাইল মেলার উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান তৌফিক মজিদ লায়েক একথা বলেন। মেলার উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, সিলেট বিভাগ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা, দৈনিক সিলেটের ডাক সম্পাদনা সহকারী আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম আব্দুল্লাহ, দরগা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব সামসুজ্জামান সাবেক চেয়ারম্যান, দৈনিক বার্তা ২৪ ডটকমের সম্পাদক, সিলেট ফোন গাইডের সম্পাদক ও প্রকাশক মঞ্জুর হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মনির উদ্দিন, স্মার্ট মোবাইল সপ এর পরিচালক মো: মকবুল হোসেন ও মোব্বাশ্বির আলী অপু, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির কার্যকরী কমিটির সদস্য ও জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাহান চৌধুরী, হারিছ আহমদ, আব্দুল হামিদ, রুবেল আহমদ, রুমেল আহমদ, তারেক উদ্দিন, সোহলে আহমদ, আলম আহমদ, এইচ.এম দিলোয়ার, সুন্দর আলী, শাহীন আহমদ, শাকিল আহমদ, সৈয়দ আহমদ, সুলতান আহমদ, আব্দুর রহমান, রাজু আহমদ, বাহার আহমদ, জুয়েল আহমদ, আরমান আহমদ, তাওহিদ চৌধুরী ও নীলা চৌধুরী প্রমুখ।