Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হামলা চালিয়েছে ভারতীয় হ্যাকাররা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। ‘লুলজসেক ইন্ডিয়া’ নামের ভারতীয় একটি হ্যাকার গ্রুপ এই দাবি করেছে।

রাহু নামের একজনের দখলে ওয়েবসাইটটি রয়েছে বলে হ্যাক করার পর সেখানে দাবি করা হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে মন্ত্রণালয়ের (www.ictd.gov.bd) এই ওয়েবসাইটটিতে ঢুকে দেখা যায়, সেখানে ইংরেজিতে লেখা, হ্যাকড বাই রাহু/ডিড ইট ফর ইন্ডিয়া/ইওর ওয়েবসাইট ইজ ওনড বাই আস।

এ বিষয়ে আইসিটি ডিভিশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, সমাধানের চেষ্টা চলছে। আমাদের সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। আশা করছি খুব শিগগিরই ঠিক হয়ে যাবে।

Exit mobile version