রাকিল হোসেন:: ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশের স্ত্রী মুর্শেদা বেগম (৪০) ও সেনা কর্মকর্তা আবু সালেহ নিহত হয়েছে। এছাড়াও ওই দুর্ঘটনায় ঘটনাস্থলে আরো ৩জন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচায় পাওয়া যায়নি।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার জালালপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই বাসের ৩ যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ, তাঁর স্ত্রী মুর্শেদা বেগম, মেয়ে মীম, কাজের মেয়ে মনোয়ারা বেগম ও সেনা কর্মকর্তা আবু সালেহকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালে আসার পর মুর্শেদা বেগমকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। পরে চিকিৎধীন অবস্থায় মারা গেছে সেনা কর্মকর্তা আবু সালেহ।