রাকিল হোসেন: সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি সংলগ্ন সৈয়দপুর জালালপুর এলাকায় রাস্তায় দাঁড়ানো একটি ট্রাকের সাথে শুক্রবার রাত ১০টার দিকে হানিফ পরিবহনের একটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে তিন বাস যাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় কমপক্ষে ১৫-২০ জন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায়,ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস সিলেট নগরীর উদ্দেশে আসছিল। পথে ওই এলাকায় রাস্তায় দাঁড়ানো একটি বিকল ট্রাককে পিছন দিক ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস,শেরপুর হাইওয়ে ও নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার তৎপরতা শুরু করে। রাত ১১টার দিকে লাশ তিনটি শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ৩টি লাশ ও আহতদের পরিচয় জানা যায়নি। তবে একজন চেয়ারম্যান রয়েছেন বলে জানা গেছে। বিস্তারিত আসছে
Leave a Reply