স্টাফ রিপোটার:: ঢাকা সিটি নিবার্চনের প্রচারনায় অংশ নিয়েছেন জগন্নাথপুরের ব্যবসায়ী ও রাজনৈতিককমীরা। ব্যবসায়ী ও আওয়ামীলীগ মনোনীত প্রাথী আনিসুল হক ও সাঈদ খোকনের পক্ষে রবিবার তারা ঢাকা উত্তর ও দক্ষিনের কিছু জায়গায় আওয়ামীলীগ সমথিত প্রাথীর পক্ষে প্রচারপত্র বিলি করেন। জানা গেছে, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা পীর ছালিক আহমদ ডনসহ একটি প্রতিনিধিদল ঢাকা শহরে আওয়ামীলীগ প্রাথীর পক্ষে প্রচারনা চালান। স্বেচ্ছাসেবকলীগ নেতা পীর ছালিক আহমদ ডন জানান, মুজিব আর্দশের একজন সৈনিক হিসেবে রাজধানীতে সিটি নিবার্চনে দলীয় প্রাথীর পক্ষে প্রচারনায় এসেছি।
Leave a Reply