স্টাফ রিপোর্টার::
সাংবাদিক পার্থ সারথি দাস ও শামস শামীমের সম্পাদনায় একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে বাংলার বাম রাজনীতির দীক্ষাগুরু কমরেড বরুণ রায়ের সর্বশেষ সাক্ষাৎকার গ্রন্থ ‘আমার পিঠে ৬৩টা দাগ আছে’। নাগরী প্রকাশন থেকে প্রকাশিত এই গ্রন্থটির নান্দনিক প্রচ্ছদ করেছেন দেশখ্যাত প্রচ্ছদ শিল্পি ও সুনামগঞ্জের সন্তান ধ্রæব এষ। অফসেট কাগজে মুদ্রিত গ্রন্থটির দাম রাখা হয়েছে ১২০ টাকা। সিলেট ও ঢাকা বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে।
এই সাক্ষাৎকারে বরুণ রায় জাতীয় রাজনীতি, ভারত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দুর্বলতা, মুক্তিযুদ্ধ, যোদ্ধাপরাধীদের বিচার, ভাসান পানি আন্দোলনসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন। বরুণ রায়ের জীবনের অনেক অজানা ঘটনাও যুক্ত হয়েছে এতে। রয়েছে তাঁর জীবনের বিভিন্ন সময়ের ছবি।
ঢাকায় একুশে বইমেলায় ৩০৮ নং এবং সিলেট বইমেলায় ৩ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
Leave a Reply