Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ঢাকার উত্তরায় ভয়ানক মাদক আইস সিন্ডিকেটের মূলহোতাসহ আটক ৬

জগন্নাথপুর২৪ ডেস্ক:: রাজধানীর উত্তরা থেকে ভয়ানক মাদক আইস সিন্ডিকেটের অন্যতম মূলহোতা তৌফিকসহ ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ভয়ানক মাদক আইস সিন্ডিকেটের অন্যতম মূলহোতা তৌফিকসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বিকালে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Exit mobile version