ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত এক রোগি আজ রোববার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এলে কর্মরত চিকিৎসক তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করেছেন।
স্বাস্হ্য কমপ্লেক্স সুত্র জানায়. জগন্নাথপুরের শেষ সীমান্তবর্তী ছাতক উপজেলা হায়দরপুর গ্রামের গোলাব মিয়ার ছেলে বেলাল মিয়া (১৮) আজ
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। তিনি স্বাস্হ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক মির্জা রুবেলকে জানান, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। ঢাকা থেকে এ রোগে আক্রান্ত হয়ে বাড়িতে এসেছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কেন্দ্রের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মির্জা রুবেল
জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আক্রান্ত যুবক জানায়, সে ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসে। তার সঙ্গে থাকা চিকিৎসার কাগজপত্র দেখে নিশ্চিত হয়েছি সে ডেঙ্গুতে আক্রান্ত। পরে তাকে আমরা সিলেট ওসমানি মেডিকেল কলেজ পাসপাতালে রের্ফাড করেছি।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,
জগন্নাথপুরে ডেঙ্গুর কোন প্রকোপ নেই। এ রোগ নির্নয় যন্ত্র কিট আমাদের নিকট রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সকল প্রস্তুতি রয়েছে।
Leave a Reply