Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ডিবি কার্যালয়ে আয়নাঘর ও ভাতের হোটেল বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (০৬ জানুয়ারি) সকালে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের দেশের সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। এ ছাড়া আরাকান আর্মি ও মিয়ানমার সরকার দুই গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে যে পরিমাণ ছিনতাইকারী বেড়েছে ঠিক তেমনভাবে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সিভিল পোশাকে কাউকে গ্রেপ্তার করা হবে না।
সচিবালয়ের সামনে যেসব পুলিশ সদস্য আন্দোলন করেছে, তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাদপড়া পুলিশ সদস্যদের শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেলে আর নেওয়া হবে না।

ভারতের মিডিয়াকে আমাদের মিডিয়া যেভাবে প্রতিহত করছে তাতে সন্তুষ্ট প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Exit mobile version