স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন বলেছেন, শিক্ষার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদেরকে খেলাধূলা ও সংস্কৃতির চর্চ্চায় উৎসাহিত করে শিক্ষার্থীদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদেরকে ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের যে অগ্রযাত্রা শুরু করেছে তাকে এগিয়ে নিতে হলে প্রতিটি বিদ্যালয়ে আধুনিক ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। তিনি শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের কে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়েন দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগীতার সমাপনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম বদরুজ্জামানের সভাপতিত্ব ও প্রবীণ শিক্ষক মতিলাল চক্রবর্তী ও যুবনেতা কয়ছর রশীদের যৌথ পরিচালনায় অনুষ্টিত সমাপনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট শফিকুল আলম পিপি, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাইলগাঁও ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, স্বাধীন বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জমিরুল হক, ইউনিয়ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারোয়ার আহমদ, আক্তার হোসেন, যুবলীগের আহ্বায়ক আখলাক মিয়া, ইউপি সদস্য ফারুক আহমদ, আলতাব আলী, সৈয়দ কলমধর আলী, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম,ইসমাইল হোসেন প্রমুখ। পরে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply