জগন্নাথপুর২৪ ডেস্ক::
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত মোহাম্মদ আলী নামের এক যুবককে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরি গ্রাম এলাকার বিলে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) শেখ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার দিবাগত রাতে বাঘরি গ্রামের বিলে অপরিচিত ১০/১২ জন যুবককে একসঙ্গে দেখতে পায় স্থানীয় এক যুবক। বিষয়টি গ্রামে এসে জানালে মসজিদের মাইকে ডাকাতদলের উপস্থিতির কথা প্রচার করা হয়। এতে আরও তিন গ্রামের লোকজন চারদিক থেকে ওই যুবক দলকে ঘিরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা ডাকাত সন্দেহে যুবকদের গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
এলাকাবাসীর দাবি, সম্প্রতি তারা ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছিলেন। রবিবার দিবাগত রাতে একদল ডাকাত তাদের গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের লোকজন সংগঠিত হয়ে ডাকাত সদস্যদের ধাওয়া করে। এ সময় তারা বিলের পানিতে ঝাঁপিয়ে পড়েন। একপর্যায়ে গ্রামবাসীর গণপিটুনিকে ঘটনাস্থলে তিনজন মারা যায়।
এ ব্যাপারে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মরদেহগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
এর আগে গত শুক্রবার রাতে কাঁচপুর ইউনিয়নের পাশ্ববর্তী সাদিপুর ইউনিয়নের কাজরদি এলাকার মৃত শামসুল হক মাস্টারের বাড়িতে এবং একই গ্রামের ইসলাম মুন্সীর বাড়ির দুই পরিবারের সদস্যকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে ইসলাম মুন্সীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।