স্টাফ রিপোর্টার-
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় জগন্নাথপুরের কৃতি সন্তান প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ তনয় আজিজুস সামাদ ডনকে ফুলেল শুভেচছা জানিয়েছেন জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ আসনের প্রথম সাংসদ প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রইছের পুত্র সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল করিম ইমন। সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল করিম ইমন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ ডনের কলাবাগানের বাসভননে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় আওয়ামী লীগ কে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় আজিজুস সামাদ ডনের সহধর্মিণী মুনতাহিনা রিতু জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা উপস্থিত ছিলেন।