1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে ২ যুবকের মৃত্যু - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:

ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে ২ যুবকের মৃত্যু

  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানানোর সময় নিচে পড়ে কাইয়ুম (২৩) ও তারেক (২২) নামে দুই যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ায় গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের অদূরে রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার কাইয়ুম ও কসবা উপজেলার তারেক।

তাদের মধ্যে কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান।পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদের ওপর কয়েকজন টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ট্রেনটি রেলব্রিজ এলাকায় পৌঁছলে ডিসের তারের সঙ্গে পেচিয়ে চার জন নিচে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই কাইয়ুমের মৃত্যু হয়।

আহত বাকিদের উদ্ধার করে কসবা ও ব্রাক্ষণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারেক নামে আরো একজন মৃত্যুবরণ করেন।
সুত্র কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com