Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ট্রাস্টিদের নিজ নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এম এ কাদির

স্টাফ রিপোর্টার-
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শিক্ষানুরাগী এম এ কাদির ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সকল ট্রাস্টিদের করোনাভাইরাসের সংকটকালীন সময়ে নিজ নিজ এলাকায় আর্থিক সহযোগীতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি এ আহ্বান জানান।
জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শিক্ষানুরাগী সমাজসেবক এম এ কাদির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, দেশের সকল সংকটকালীন সময়ে প্রবাসীরা এদেশের মানুষের পাশে ছিলেন। এখন বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি দেখা দিয়েছে। এ থেকে রেহাই পাচ্ছে না আমাদের জন্মভূমির মানুষ। তাই জন্মভূমির অসহায় খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে আমাদের কে সাধ্যমতো পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, আমি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর মাধ্যমে আমার এলাকার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প গ্রহণ করেছি। পাশাপাশি জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সকল ট্রাস্টিদের নিজ নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানাচ্ছি। আশা করি সবাই এ আহ্বানে সাড়া দিবেন। তিনি সকলের মঙ্গল কামনা করেন।

Exit mobile version