জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হামবুর্গে জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সম্মেলনের শুক্রবার মূল অনুষ্ঠানের পাশাপাশি সাইডলাইনে এ বৈঠকের আয়োজন করা হয়।
সাক্ষাতের শুরুতেই ট্রাম্প পুতিনকে উদ্দেশ করে বলেন, ‘নিজেকে সম্মানিত মনে করছি আপনার সঙ্গে দেখা করে।‘
জবাবে পুতিন বলেন, ‘আমিও ব্যাক্তিগতভাবে খুব আনন্দিত আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে।‘
দুই নেতাই বলেছেন, তারা দু’দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।
এটাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বিপরীত মেরুর প্রভাবশালী এ দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক কতখানি সফল হবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।
এ সম্মেলন শুরু আগেই প্রতিবাদকারীরা ‘ওয়েলকাম টু হেল’ অর্থাৎ ‘দোযখে আপনাকে স্বাগত’ শিরোনামে একটি মিছিল বের করে। এতে অংশ নেন অন্তত ১২ হাজার মানুষ।
এক বিক্ষোভকারী বলেন, আমি জি-২০ সম্মেলনের বিরোধী, কারণ তারা গণতান্ত্রিক নয়। তারা অন্য দেশগুলোর উপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, যা একেবারেই সমীচীন নয়।
Leave a Reply