1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন বার্তা পাঠান তিনি। অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে শুভেচ্ছাবার্তাটি প্রকাশ করা হয়।

ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের জনগণ আপনাকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করায় আপনার নেতৃত্ব ও দূরদর্শিতাই প্রতিফলিত হয়েছে। আমি নিশ্চিত, আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।

 

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, আপনার আগের মেয়াদে এ সম্পর্ক আরও গভীর হয়েছে। আমি আমাদের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে ও টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দুটি বন্ধুত্বপূর্ণ দেশের অংশীদারত্বের অফুরান নতুন সম্ভাবনা আছে।

প্রধান উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রতি আমাদের অঙ্গীকারের জন্য বাংলাদেশের সরকার ও শান্তিপ্রিয় জনগণ শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির সাধনায় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার অংশীদারত্ব ও সহযোগিতার অপেক্ষায়।

মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।সুত্র সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com