জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই করতে সিলেটের টুলটিকর ইউনিয়ন আওয়ামী লীগের এক বৈঠক সোমবার রাতে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরমোজ আলীর সভাপতিত্বে বালুচর এলাকায় অনুষ্ঠিত এই সভায় দলের তৃণমূল নেতারা ভোটের মাধ্যমে দলীয় প্রার্থী পছন্দ করেন।
তৃণমূলের ভোটের সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জগন্নাথপুর পৌরএলাকার লুদরপুর গ্রামের হিরণ মাহমুদ নিপু এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা যায়, তৃণমূল নেতাদের ভোটে হিরণ মাহমুদ নিপু পান ১২ ভোট, টুলটিকর ইউপির বর্তমান চেয়ারম্যান মছব্বির আলী পান ২ ভোট, অপর প্রার্থী আলী হোসেন পান ৬ ভোট।
ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা জানান, এই ফলাফল সদর উপজেলা আওয়ামী লীগ নেতাদের কাছে প্রেরণ করা হবে।
টুলটিকরসহ সিলেট সদর উপজেলার ৮ ইউনিয়নে আগামী ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।