তাহিরপুর প্রতিনিধি-দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া হাওরে বিশেষ এক অভিযানে চোরা জেলেদের ৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন নৌকা ক্যারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। গত এক সপ্তাহে টাঙ্গুয়া হাওরের নির্বাহি ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার ও কমিউনিটিগার্ডের যৌথ অভিযানে টাঙ্গুয়ায় অবৈধ ভাবে মাছ শিকার করার অপরাধে ৪০টি ছোট কাঠের নৌকা, ৮টি চৌহাদ্ধা জাল, ১টি মশারী জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার মূল্য ৫ লাখ টাকা।
টাঙ্গুয়া হাওর পাড়ের কয়েকজন জেলে জানান, হাওর পাড়ে তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় চোরের অপবাদ ও জেল খাটার পরও তাদের মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতে হয়। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), টাঙ্গুয়া হাওর দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্টেট বিশ্বজিত কুমার পাল জগন্নাথপুর টৃয়েন্টিফোর ডটকম কে বললেন, সম্প্রতি টাঙ্গুয়া হাওরে চোরা জেলেরা পুলিশ, আনসার, কমিউনিটি গার্ড এমনকি ম্যাজিস্ট্রেটের উপর বার বার হামলা করার ফলে এ ধরনের সাঁরাশি অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরা বলেন, টাঙ্গুয়া হাওর পাড়ের মানুষের মূল পেশা মাছ শিকার করা। তাদের টাঙ্গুয়া হাওর রক্ষা করার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে না পারলে এক সময় টাঙ্গুযার ঐতিহ্য নিয়ে সংশয় দেখা দিতে পারে।
Leave a Reply