স্পোর্টস ডেস্ক::
ক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশের জয় নেই। অনেকদিনের সেই আক্ষেপ মেটানোর সুযোগ এবার টাইগারদের সামনে।
তামিম ইকবালের দল এখন দুরন্ত ফর্মে। শেষ পাঁচ ওয়ানডের চারটিই জিতেছে। তাই আজ (শুক্রবার) সেঞ্চুরিয়ানে জয়ের আশায় সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে সফরকারীরা।
দিবারাত্রির এই ম্যাচে টসভাগ্য বাংলাদেশের সহায় হয়নি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাটিং করবে।