স্টাফ রিপোর্টার:: প্রথমবারের মতো দলীয় প্রতীকে আয়োজিত পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় প্রতীকের প্রার্থী নিয়ে মঙ্গলবার দিনভর ছিল জগন্নাথপুর পৌর শহরে আলোচনার ঝড়। সোমবার রাত থেকে প্রচার চলতে থাকে তৃণমুলের মতামতের প্রার্থী পরির্বতন হয়েছে। মেয়র পদে আওয়ামীলীগের দলীয় প্রতীক পাচ্ছেন আব্দুল মনাফ। এর আগে তৃণমুল আওয়ামীলীগের পক্ষে জগন্নাথপুর পৌর ও উপজেলা আওয়ামীলীগের নেতারা মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মিজানুর রশীদের নাম প্রস্তাব করলে জেলা আওয়ামীলীগ মিজানুর রশীদের নাম এককভাবে প্রস্তাব করে কেন্দ্রে পাঠায়। এতে ক্ষুব্দ হয়ে আব্দুল মনাফ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি ও পার্লামেন্টারী বোর্ডের নিকট জনমত যাছাইপূর্বক প্রার্থী নির্ধারণ পূন বিবেচনার আবেদন করেন। সোমবার রাতে গনভবনে অনুষ্ঠিত আওয়ামীলীগের পার্লামেন্টারী বোর্ডের সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও তৃনমুলের মতামতসহ সবকিছু বিশ্লেষন করে আজ প্রার্থী তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেন। রাতেই খবর আসে আওয়ামীলীগের দলীয় প্রতীক পাচ্ছেন আব্দুল মনাফ। সকাল থেকে তৃনমুলের মতামতকারী প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়ার সমর্থকদের মধ্যে হতাশার সূর নেমে আসে। দিনভর বিভিন্ন ভাবে কেন্দ্রে যোগাযোগের চেষ্ঠা করা হয়। বিকেলে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদের উপস্থিতি বৈঠক বসে। বৈঠকে কেন্দ্রীয় চুড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষার জন্য ধৈয্য ধরার কথা বলা হয়। আশা করা হচ্ছে রাতেই কে পেয়েছেন আওয়ামীলীগের দলীয় প্রতীক তা নির্ধারিত হবে। অবসান ঘটবে সকল জল্পনা কল্পনার। দিনভর জগন্নাথপুর পৌর শহরে আওয়ামীলীগের দলীয় প্রতীক মিজান না মনাফ পাচ্ছেন এনিয়ে জগন্নাথপুর পৌর শহর ছিল টক অব দ্যা টাউন।
Leave a Reply