জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পার্লামেন্ট নির্বাচনের ফল বলছে, ঝুলন্ত পার্লামেন্টের দিকে যাচ্ছে বৃটেন। একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে প্রধানমন্ত্রী তেরেসা মে’র ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টি। তাই তার পদত্যাগ দাবি করেছেন বিরোধী নেতা জেরেমি করবিন। তিনি বলেছেন, তেরেসা মে আস্থা হারিয়েছেন। ভোটারের সমর্থন হারিয়েছেন। আসন হারিয়েছেন। হারিয়েছেন ম্যান্ডেট। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টি আগের ১৪টি আসন হারিয়েছে। তারা বিজয়ী হয়েছে ২৯৯টি আসনে। আর বিরোধী লেবার দল আগের চেয়ে ৩১ আসন বেশি পেয়ে অবস্থান করছে ২৫১ এ। স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ১৮ আসন হারিয়ে জয় পেয়েছে ৩৩ আসনে। লিবারেল ডেমোক্রেটরা ৪টি আসন বেশি পেয়ে বিজয় পেয়েছে ১০ আসনে। বৃটেনে ৬৫০ আসনের পার্লামেন্টে একক সংখ্যাগরিস্ঠতা পেতে একক সংখ্যাগরিস্ঠতা পেতে একটি দলকে কমপক্ষে ৩২৬ আসনে বিজয়ী হতে হবে। এখন পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়েছে তাতে প্রধানমন্ত্রী তেরেসা মের জন্য অশনি সংকেত দিচ্ছে সব মিডিয়াই। বিবিসি শিরোনাম করেছে ‘তেরেসা মে ইন ট্রাবল’। অনলাইন ইন্ডিপেন্ডেন্ট শিরোনামে জেরেমি করবিনের হাস্যোজ্বল ছবি প্রকাশ করেছে। তার পাশেই একটি রিপোর্টের শিরোনামে বলা হচ্ছে, বৃটেন যেহেতু ঝুলন্ত পার্লামেন্টের দিকে যাচ্ছে তাই কনজারভেটিভরা তেরেসা মে থেকে দূরত্ব বজায় রাখছেন।