যুক্তরাজ্য প্রতিনিধি ::
গণতন্ত্র পুনঃরুদ্ধার ও অবাধ নিরপেক্ষ নির্বাচন আদায়ের আন্দোলন বেগবান করতে এবং এ দাবীর পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে বহির্বিশ্বে বিএনপি;র শক্তিশালী ইউনিট বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা তাঁদের প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্টার আন্দোলনে দলের জোনাল কমিটির নেতাদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করে তুলতে যুক্তরাজ্য বিএনপি তাঁদের মিডল্যান্ড এবং নর্থ ইংল্যান্ডের প্রায় ১৪টি জোনাল কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের নিয়ে এক সাংগঠনিক সভা করেছে ওল্ডহ্যামের স্থানীয় একটি রেস্টুরেন্টে।
আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি আকমল হোসেন জানান সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক দেশে একটি নিরপেক্ষ নির্বাচন আদায়ের আশাবাদ ব্যক্ত করে বলেন জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনতে কর্তৃত্তবাদী সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
যুক্তরাজ্য বিএনপি জোন তিন এর সাংগঠনিক সম্পাদক জাহেদ আলীর সভাপতিত্বে এবং এবং সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ যুক্তরাজ্য বিএনপি’র জোনাল কমিটি গুলিকে আরও সুসংগঠিত হওয়ার আহবান জানান ।
সভায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, আহাদ নাসিম রেজা, মোসাহিদ হোসেন, সেলিম আহমেদ, হোস্ট টাউন ওল্ডহ্যামের সভাপতি জামাল উদ্দীন এবং সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ সহ যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন জোনাল কমিটির নেতৃবৃন্দ ।
Leave a Reply