সুনামগঞ্জ সংবাদদাতা :: সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রমা দাস (৪৮) পরলোক গমন করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার বারডেম হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। রমা দাস সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজার এলাকার বাসিন্দা। স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রয়েছে তার। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা দিপংকর দে জানান, সাংগঠনিক কাজে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রমা দাস সহ কয়েকজন ঢাকা যান। ঢাকায় তারা ফকিরেরপুল সাউথ প্যাসিফিক হোটেলে উঠেন। মঙ্গলবার ভোর রাত ৪টায় রমা দাসের শরীর খারাপ করলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সকাল সাড়ে ১০টায় মারা যান। রমা দাসের মৃত্যুর খবর সুনামগঞ্জ শহরে এসে পৌঁছলে জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। এদিকে রমাদাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি সিদ্দিক আহমদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, কলকলয়িা ইউনিয়ণ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দীপাল,জেলা সেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ,জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক কালি কুমার রায়, পৌর সেচ্ছাসেবকলীগ নেতা ছালিক আহমদ ডন প্রমূখ।
Leave a Reply