Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জেলা পরিষদের ফলাফল বাতিল চেয়ে মামলা, চার বিবাদীর বিরুদ্ধে সমন জারি

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জেলা পরিষদ নির্বাচনের পরাজিত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাড. খায়রুল কবির রুমেন ভোটে কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় বিবাদী করা হয়েছে নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটসহ চারজনকে। নির্বাচনী ট্রাইব্যুনাল সুনামগঞ্জের যুগ্ম জেলা জজ আদালতের বিচারক কাকন দে বুধবার মামলাটি গ্রহণ করে চার বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
জানা যায়, জেলা পরিষদ নির্বাচনের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মামলার বাদী অ্যাড. খায়রুল কবির রুমেন নির্বাচনী গেজেট প্রকাশের একমাসের মধ্যে গত ২৩ নভেম্বর এই মামলা দায়ের করেছিলেন। মামলায় বিবাদী করা হয় চারজনকে। এরা হলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসার, জগন্নাথপুর উপজেলা প্রিজাইডিং অফিসার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব।
মামলায় বাদী উল্লেখ করেন, বিগত মেয়াদে মামলার বাদী নুরুল হুদা মুকুট জেলা পরিষদের চেয়ারম্যান থাকায় অন্য বিবাদীদের সঙ্গে তার সখ্যতা ছিল। গেল ১৭ অক্টোবর ভোটের দিন জগন্নাথপুর কেন্দ্রের ব্যালট পেপার অতি গোঁপনে হেরফের করিয়া মনগড়া মতে আট ভোট বেশি দেখাইয়া নুরুল হুদা মুকুটকে ছয়শ ১২ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছে। জগন্নাথপুর ভোট কেন্দ্রের ভোট পূনঃগণনার দাবি করেন বাদী খায়রুল কবির রুমেন। ওই ভোটে পূনঃগণনা হলে তিনিই (রুমেন) বিজয়ী হবেন বলেও দাবি করেন তিনি।
নুরুল হুদা মুকুটের আইনজীবী অ্যাড. আজাদুল ইসলাম রতন এই প্রসঙ্গে বলেন, বাদী নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। বুধবার আদালতে মামলার গ্রহণযোগ্যতা শুনানী ছিল। শুনানীর দিনে আদালত মামলাটি গ্রহণ করে জেলা পরিষদ চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেছেন। এর আগেও বাদী রিটার্নিং অফিসারের নিকট একই বিষয়ে মামলা দায়ের করেন এবং মহামান্য হাইকোর্টের অভিযোগ রিজেক্ট হয়েছে। আশাকরি এখানে মামলা রিজেক্ট হবে। এই আইনজীবী বললেন, জেলা পরিষদ ভোট হয়েছে ইভিএমএ। ইভিএমএ ভোটগ্রহণের গ্রহনযোগ্যতা পৃথিবীব্যাপি স্বীকৃত।

Exit mobile version