স্টাফ রিপোর্টার::: সুনামগঞ্জ জেলা তথ্য বাতায়নে ভূল তথ্য জনসাধারনের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে। জেলা তথ্য বাতায়নের সাথে সংশ্লিষ্টরা প্রতিনিয়ত উপজেলা তথ্য বাতায়নে তথ্য প্রদানের জন্য তাগদা দিলেও নিজেদের বাতায়নে তথ্য হালনাগাদ করছেন না। জেলা তথ্য বাতায়নের জেলা প্রশাসনের কর্মকর্তাদের নামের তালিকার উপজেলা নির্বাহী অফিসারের অপশনে গিয়ে দেখা যায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার এর নামের স্থলে আব্দুল ওয়াদুদ লেখা রয়েছে। অথচ আব্দুল ওয়াদুদ অনেক আগেই এ উপজেলা থেকে বদলী হয়ে চলে গেছেন। তাঁর স্থলাভিষিক্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির দুই বছর দায়িত্ব পালন করে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে বদলী হয়েছেন। বর্তমানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি প্রায় এক বছর ধরে দায়িত্ব পালন করলেও জেলা তথ্য বাতায়নে তাঁর নাম নেই। জগন্নাথপুর উপজেলা তথ্য বাতায়নে মোহাম্মদ মাসুম বিল্লাহ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে লিপিবদ্ধ রয়েছে।
তারিখ-০৪-০৭-১৭
Leave a Reply