স্টাফ রিপোর্টার:; সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে জগন্নাথপুরে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্প আশ্রয়ন প্রকল্প ডিজিটাল বাংলাদেশ,শিক্ষা সহায়তা কার্যক্রম,নারীর ক্ষমতায়ন কার্যক্রম,সবার জন্য বিদ্যুৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচী,কমিউনিটি ক্লিনিক,শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে সমাবেশে আলোচনা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের মোঃ শরিফ হোসেন এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাপ্রু চাই মারমা,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল করিম,ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন।
Leave a Reply