স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি’র আহ্বানে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামীলীগের সভাপতি’র বাসবভনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের
সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম’র সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা অ্যাড. শফিকুল আলম’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান।
এসময় বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা অ্যাড. আলী আমজদ, অ্যাড. মো. আব্দুল করিম, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারন সম্পাদক দিলীপ কুমার বর্মণ, সুরমা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার ডিলার, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মোকসেদ আলী, সুরমা ইউপি সদস্য আব্দুল মান্নান প্রমুখ।
সভায় সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
কর্মী সভায় মতিউর রহমান বলেন,‘সকল ভেদাভেদ ভুলে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে দলের সকল ইউনিটকে নৌকাকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’