Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জেলা আওয়ামী লীগ থেকে এমপি একরামুলকে অব্যাহতি, চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নোয়াখালী-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদককে দলের প্রাথমিক সদস্য পদ থেকে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় সভাপতির কাছে সুপারিশ পাঠাবে জেলা আওয়ামী লীগ।

শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম খায়রুল আনম চৌধুরী জানান, একই সঙ্গে পৌরসভা ও ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরোধিতাকারীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, ১৬ জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন ও চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরোধিতা করার কারণে একরামুল করিম চৌধুরীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

Exit mobile version