জগন্নাথপুর২৪ ডেস্ক::
আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩ মিনিটে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
স্ট্যটাসে তিনি উল্লেখ করেন, ‘জেলার সকল সাংগঠনিক ইউনিট এর সম্মেলন সম্পন্ন না করে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন নয়…ওবায়দুল কাদের। তাই আগামী ১১ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত।’
সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা এই তথ্য নিশ্চিত করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের’র। এছাড়াও প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, সহ-দপ্তর সম্পাদক সায়েম খান, সদস্য মুশফিক হোসেন ও আজিজুস সামাদ ডনেরও উপস্থিত থাকার কথা ছিল।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। পরে ২০১৭ সালের ২২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেওয়া হয়েছিল।