জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ জেলা ছাত্রদল ও জেলার অধীনস্থ সকল উপজেলা, পৌর ও কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করার চলমান আন্দোলন সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা, জেলার অধীন সকল উপজেলা, পৌর ও কলেজ শাখাসমূহকে সুশৃঙ্খল ও সাংগঠনিকভাবে গড়ে তোলার অভিপ্রায়ে ২য় পৃষ্ঠায় দেখুন
আগামী ৭ দিনের মধ্যে (১৩ ফেব্রুয়ারি) তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে জেলার নেতৃত্ব নির্বাচন করা হবে। জেলার আহ্বায়ক কমিটি গঠনের ৪৫ দিনের মধ্যে জেলার অধীনস্থ সকল ইউনিট কমিটি পুনর্গঠন করা হবে।
সংবাদ বিজ্ঞপিতে আরো জানানো হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সংগঠনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
সদ্য বিলুপ্ত জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রায়হান উদ্দিন জেলার সকল কমিটি বিলুপ্তি করার বিষয়টি নিশ্চিত করেছেন।