Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জেনে নিন জগন্নাথপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের হলফনামায় যা আছে

বিশেষ প্রতিনিধি –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মধ্যে
একজন প্রবাসী শ্রমিক, দুইজন ব্যবসায়ী, একজন ঠিকাদার ও একজন কৃষক রয়েছেন। তাদের মধ্যে দুইজন স্বশিক্ষিত ও তিনজনের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি থেকে বিএ পর্যন্ত রয়েছে । দুইজনের বিরুদ্ধে মামলা রয়েছে দুটি করে। প্রার্থীদের হলফনামা পর্যালোচনায় এমন তথ্য জানা গেছে।
নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকালে দেওয়া হলফনামা পর্যালোচনায় দেখা গেছে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র শিক্ষাগত যোগ্যতা স্ব শিক্ষিত পেশা ঠিকাদার। আয়ের উৎস বাড়ি ভাড়া থেকে আয়ের পরিমান ২৪ হাজার টাকা,নগদ এক লাখ ২৫ হাজার,গাড়ি ৫০ হাজার, দুটি মামলা থাকলেও একটিতে খালাস পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন শিক্ষাগত যোগ্যতা বিএ পেশা ব্যবসা,আয়ের উৎস ব্যবসা,আযের পরিমান ৩ লাখ ৫০ হাজার, নগদ ৭০ হাজার, মামলা রয়েছে দুটি। এন আই অ্যাক্টে সুনামগঞ্জ জেলা যুগ্ম আদালতে মামলা দুটি চলমান রয়েছে।

উপজেলা যুবলীগ সহ সভাপতি ছালেহ আহমেদ শিক্ষাগত যোগ্যতা এমএসসি, পেশা ব্যবসা, আয়ের উৎস কৃষি খাত ও ব্যবসা,আয়ের পরিমান দুইলাখ ৭০ হাজার,নগদ জমা দুই লাখ টাকা।
যুক্তরাজ্য প্রবাসী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তুহেল আহমেদ
শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি, পেশা প্রবাসী শ্রমিক ,আয়ের উৎস প্রবাসী বৈদেশিক,আয়ের পরিমান ৩লাখ ৮০ হাজার টাকা,নগদ ১২ লাখ ৮৬ হাজার ৬৪০ টাকা।
সাবেক ছাত্রদল নেতা আব্দুল মতিন লাকির শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত, পেশা কৃষি , আয়ের উৎস কৃষি খাত পরিমান ১ লাখ নগদ জমাকৃত ৫ লাখ টাকা দেখানো হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরাম যুগ্মআহ্বায়ক রুমানুল হক বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের হলফনামার সাথে বাস্তবতার অনেক ফারাক রয়েছে যা দুঃখজনক।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম কে বলেন, প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্য সঠিক না হলে অভিযোগ পাওয়া গেলে প্রার্থীতা বাতিলের মতো বিধান রয়েছে । জগন্নাথপুরের চেয়ারম্যান পদের প্রার্থীদের হলফনামার তথ্য বিষয়ে বাছাইকালে কোন অভিযোগ পাওয়া যায় নি।

Exit mobile version