জগন্নাথপুর২৪ ডেস্ক:: ৪০ বছর বয়সী মহীপাল সিংহ। ছিলেন মাদকাসক্ত। মদ খেলে বেসামাল অবস্থায় তার হাতে ধরা পড়ে একটি সাপ। সেটি অনায়াসেই গিলে ফেলেন তিনি। এর চার ঘণ্টা পর মৃত্যু হয় মহীপালের।
ভারতের উত্তর প্রদেশের আমরোহা জেলায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, মহীপাল রাস্তার পাশে একটি ছোট সাপ দেখতে পেয়ে সেটিকে হাতে তুলে নেন। এমন সময়ে তাকে ঘিরে ভিড় জমতে শুরু করে। স্থানীয় মানুষ তাকে ঘিরে ধরলে তিনি সাপটিকে নিয়ে খেলা করতে শুরু করেন।
এমন সময়ে ভিড়ের মধ্যে থেকে অনুরোধ আসতে থাকে সাপটিকে মুখে রাখার। মহীপাল সাপটিকে তার মুখে রাখেন। তারপরে তিনি সাপটিকে গিলে ফেলেন।
বাড়ি ফিরে গিয়ে মহীপাল অসুস্থবোধ করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঘণ্টা চারেকের মধ্যেই তিনি মারা যান।
ডাক্তরা জানান, সাপটিকে গিলে ফেলার কিছুক্ষণ পর থেকে মহীপালের দেহে বিষক্রিয়া শুরু হয়। তিনি বমি করে সাপটিকে উগরে দেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।