বিশেষ প্রতিনিধি::
সমাজ উন্নয়নে ও নারী জাগরণে সমােজের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনে জগথাথপুরে তিন সংগ্রামী অপ্রতিরোধ্য জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয় অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত ওই জয়িতাদের সম্মাননা এবং ক্রেস্ট প্রদান করা হয়।
তিন ক্যাটাগরিতে জয়িতা নির্বাচিত নারীরা হলেন— লাভলী দাস, রুজিনা বেগম ও ইয়ারুন নেছা।
এরমধ্যে সফল জননী হিসেবে লাভলী দাস, নিযার্তনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় রুজিনা বেগম ও সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় ইয়ারুন নেছাকে জয়িতা মনোনীত করা হয়।
জয়িতা লাভলী রাণী দাশ
উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই গ্রামের শশধর দাশের স্ত্রী লাভলী রাণী দাশ। দরিদ্রতাকে খুব কাছ থেকেই দেখেছেন, লড়েছেন এবং জয়ী হয়েছেন। দরিদ্র পরিবারে জন্ম। নবম শ্রেণিতে পড়া অবস্থায় বাবার মৃত্যুতে আর্থিক অসচ্ছলতায় আগ্রহ থাকা সত্ত্বেও আর পড়াশুনো করা হয়নি। অল্প বয়সেই বসতে হয় বিয়ের পিরিতে। পরপর তিন কন্যা সন্তান জন্মদানে স্বামীর বাড়ির যৌথ পরিবারেও শুনতে হয়েছে নানা কথা। এরই মধ্যে হঠাৎ করে অসুস্থতায় স্বামীর এক পা এক হাত অবশ হয়ে যায়। সংসারের হাল ধরতে শুরু করেন প্রাইভেট পড়ানো। একে একে দুই মেয়েকে গ্রাজুয়েশন সম্পন্ন করিয়েছেন। বর্তমানে তিন মেয়েই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। হাল ধরেছেন সংসারের। ফলে একজন সফল জননী নারী হিসেবে জয়ী হয়েছেন লাভলী রাণী দাশ।
জয়িতা রুজিনা বেগম
কৃষক বাবার মেয়ে রুজিনা। বিয়ের পর যৌতুক দাবিতে স্বামীর অমানবিক নির্যাতনে শিকার হয়ে তিন মাসের গর্ভ অবস্থায় চলে আসেন বাবার বাড়ি। বিবাহ বিচ্ছেদের পর সন্তানকে লালন পালনে শুরু করেন নকশিকাঁথা সেলাই। দীর্ঘ আট বছর পর করেন দ্বিতীয় বিয়ে। পরে স্বামীর উৎসাহে উপজেলা মহিলা অধিদপ্তরে সেলাই প্রশিক্ষণ নিয়ে বাড়িতে শুরু করেন দর্জির কাজ। বর্তমানে স্বামী ও তিন সন্তানকে নিয়ে ভালোই দিন কাটছে রুজিনার। রুজিনা বেগম উপজেলার ঘোষগাঁও গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।
অপর দিকে রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল বশিরের স্ত্রী স্থানীয় ইউপি সদস্য ইয়ারুন নেছা দীর্ঘদিন ধরেই নারী জাগরণে ও নারী সমাজকে আত্মনির্ভরশীল করে তুলছে গ্রামের পল্লীর পথে প্রান্তে কাজ করে আসছিলেন। বাল্য বিবাহ রোধ, নারী শিক্ষা উন্নয়ন, আত্মকর্মশীলসহ নারী ক্ষমতায়নে তিনি নিরসলভাবে কাজ করে সফল হন। নিজে ৯ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া হলেও অন্যকে শিক্ষা অর্জনে উৎসাহিত করছেন। দুই ছেলের জননী ওই নারীর স্বামী মারা যান। স্বামী মারা যাওয়ার পর সংসারের হাল তিনিই ধরেন।
ইউপি সদস্য ইয়ারুন নেছা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, একজন মানুষকে ইচ্ছা শক্তি থাকলেও সে যে কোনো প্রতিকূলতা কাটিয়ে সফল হয়ে উঠতে পারে। সমাজে পিছিয়ে পড়া নারীর উন্নয়ন কাজ করায় হয়তো এলাকাবাসী গত নির্বর্াচনে ভোটে নির্বাচিত করেছিলেন। এ ধরনের কাজ জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত করতে চান বলে তিনি জানান।
জয়িতা লাভলী রাণী দাশ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন মা—ই পারে সকল দুঃখ কষ্ট ভুলে তাঁর সন্তানদের মানুষের মতো মানুষ করতে। অনেক অপবাদ সহে আমি আমার তিন মেয়েকে মানুষ গড়ার কারিগর বানিয়েছি। তাঁরাই আমার সুখের চাবিকাঠি। এখন আমি খুবই ভালো আছি।
জগন্নাথপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা বিষয়ক প্রশিক্ষক উনু মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন নারীর সাফল্যের পেছনে অনেক কিছু লুকিয়ে আছে। অনেক কষ্ট বুকে চেপে জীবন যুদ্ধে; আত্মবিশ্বাস, চেষ্টা ও পরিশ্রম করলে সমাজে মাথা উঁচু করে বাঁচা যায়। এরই বাস্তব উদাহরণ তাঁরা।