জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক;;মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার মামলাটি প্রক্রিয়াধীন আছে। শিগগিরই জামায়াত নিষিদ্ধ করার রায় আসছে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু-বাংলাদেশ, উন্নয়নের রুপকার শেখ হাসিনার কার্যক্রম শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াতসহ সকল প্রকার যুদ্ধাপরাধীদের বিচার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। তিনি বলেন, জিয়াউর রহমান যেমন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তেমনি ২০০৪ সালে তার পুত্র তারেকও শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। তারা ক্ষমতায় থাকতে আওয়ামী লীগকে ধ্বংস করার কাজে ব্যস্ত থাকে কিন্তু আমরা ধ্বংসের রাজনীতিতে বিশ্বাসী করি না। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে চিফ হুইফ আ স ম ফিরোজ বলেন, বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী।বিএনপি সিটি নির্বাচন বর্জন করে বিশ্ববাসীর কাছে আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে, কারণ বিশ্ববাসী জানে সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। তিনি বলেন, ২০১৯ সালের নির্বাচনেও এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে পরাজিত করবে।আলোচনা সভায় আব্দুল্লাহ আল কাওসার, এম এ করিম, বলরাম পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।