Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে অন্তহীন অভিযোগ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার ৭৭ নং জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ খছরু মিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার শিক্ষকদেও বিরুদ্ধে অযথা খবরদারি ও লাঞ্চনা ম্যানেজিং কমিটির সভা অঅহ্বানা না করে নিজের ইচ্ছেমতে সেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। রোববার এবিষয়ে এলাকাবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট দাখিল করা হয়েছে। লিখিত অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ খছরু মিয়া বিদ্যালয় পরিচালনা কমিটির সভা না ডেকে বিদ্যালয় বন্ধথাকাকালীন সময়ে বিদ্যালয়ের গাঠ কাটেন। বিদ্যালয়ের ইট কাউকে না জানিয়ে তাঁর নিকট আত্বীয়কে দিয়ে দেন। এবিষয়ে বিদ্যালয়ের দপ্তরী বাধা দিলে সভাপতি দপ্তরী শামীম আহমদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে দুব্যবহার করেন। বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকাসহ বিভিন্ন ফান্ডের বরাদ্দকৃত ১ লাখ ৬৭ হাজার টাকা আংশকি কাজ করে কোন হিসাব না দিয়ে আত্মসাৎ করেন। এছাড়াও তিনি ক্ষমতার প্রভাব কাটিয়ে বিদ্যালয়ের দপ্তরীকে চাকুরীচ্যুত করার হুমকি দিচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকদেও সাথে অশালীন আচরন করে থাকেন। গত বছরের ২৩ মার্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক উমা শংকর রায়,জোৎ¯œা বেগম, আনোয়ার হোসেন হাছনা বেগম উপজেলা শিক্ষা অফিসার বরাবওে উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির অশালীন আচরনে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ খছরু মিয়ার মুঠোফোনে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে বার বার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Exit mobile version