1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জামালগঞ্জে নৌকাডুবি, ৫ জনের মৃত্যু - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

জামালগঞ্জে নৌকাডুবি, ৫ জনের মৃত্যু

  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের জামালগঞ্জে যাত্রীবাহি নৌকাডুবিতে পাঁচজনের মৃত্যু ঘটেছে। নিহতদের মধ্যে দুইজন মহিলা ও তিনজন শিশু রয়েছে। রাত নয়টায় উপজেলার বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারে নি। জামালগঞ্জ থানার ওসি জানিয়েছেন, তারা পথে রয়েছেন, নৌ-পুলিশও ঘটনাস্থলে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দেবাশীষ তালুকদার জানান, পাশের মধ্যনগর উপজেলা সদরে শনিবার হাটবার ছিল। ওখানে বাজার সওদা করে ট্রলারে করে ফিরছিলেন ৫০-৬০ জন যাত্রী। ট্রলারে মালামালও বোঝাই ছিল। ট্রলারটি মদনাকান্দি-দুর্গাপুরের কাছাকাছি নোয়াপাড়া এলাকায় এসে ডুবে যায়। এসময় অন্যান্য যাত্রীগণ পাড়ে ওঠলেও দুই নারী ও তিন শিশু ডুবে মারা যায়। এরা হলো- নোয়াপাড়া’র বিউটি চক্রবর্ত্তী (৫০), মোহনগঞ্জের হাতনি গ্রামের কল্পনা সরকার (৪৫), কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের পাঁচ বছরের শিশু পুত্র গঙ্গা সরকার (৫), আরও এক শিশুর নাম তাৎক্ষণিক জানা যায় নি।

জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম রাত সাড়ে ১১ টায় জানান, ট্রলারডুবিতে পাঁচজন মারা গেছেন। এরমধ্যে দুজন মহিলা ও তিনজন শিশু। সবার নাম পরিচয় পাওয়া যায় নি। ঘটনাস্থল থানা সদর থেকে ১০ কিলোমিটার দূরে। আমরা ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com