Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করেছে রাশিয়া: ইউক্রেন

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রুশ হামলায় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন নিভে গেলেও সেটি রুশ সেনারা দখলে নিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ।

রয়টার্সের উদ্ধৃতি দিয়ে একটি স্থানীয় কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, অপারেশনাল কর্মীরা বিদ্যুৎ ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ করছেন।

এর আগে ইউক্রেনের জরুরি সেবা কর্তৃপক্ষ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে লাগা আগুন নেভানোর কথা জানায়।

স্থানীয় সময় শুক্রবার ভোরে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা দাবি করেন, রাশিয়া এ হামলা চালিয়েছে।

হামলার পর বিদ্যুৎকেন্দ্রটির ছয়টি চুল্লির একটিতে আগুন ধরে যায়। বিদ্যুৎকেন্দ্রটির মুখপাত্রের বরাতে বিবিসির প্রতিবেদনে এর আগে বলা হয়েছিল, রাশিয়ার হামলা অব্যাহত থাকায় আগুন নেভাতে কাজ করা যাচ্ছে না। এ অবস্থায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট এলাকায় বড় বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়।

জাপোরিঝঝিয়া ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ইউক্রেনের এক-চতুর্থাংশ বিদ্যুৎ সরবরাহ হয় এটি থেকে।

Exit mobile version