জগন্নাথপুর২৪ ডেস্ক::
জাপানে ইংরেজি বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানে সমবেত হওয়া লোকজনের ওপর এক ব্যক্তি দ্রুত গতিতে গাড়ি তুলে দিয়েছে। এ ঘটনায় ৯ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জাপানের রাজধানী টোকিও-র একটি জনবহুল রাস্তায় এ ঘটনা ঘটেছে।
আজ পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম এ কথা জানায়।
পুলিশ জানিয়েছে, মানুষকে হত্যা করার উদ্দেশে কাজুহিরো কুসাকাবি (২১) নামের এক ব্যক্তি এ হামলা চালিয়েছে। মধ্যরাতে টোকিও’র তাকাশিতা স্ট্রিটে জনতার ভিড়ের মধ্যে একটি ছোট গাড়ি তুলে দেয় সে।
ঘটনার পর কুসাকাবি পালিয়ে যেতে সমর্থ হলেও পরে তাকে হত্যা প্রচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র : এএফপি, বিবিসি