Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জাপানে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে এলডিপি

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জাপানে সংসদের নিম্নকক্ষে রোববারের নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিই (এলডিপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।

প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর দল এলডিপি জোটের শরিকদের সাহায্য ছাড়াই এ নিরঙ্কুশ স্থিতিশীল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে এটি নিশ্চিত হয়েছে যে, দলটি নিম্নকক্ষে সহজেই বিল পাস করতে পারবে। খবর এনএইচকের।
সংসদে নিম্নকক্ষের ৪৬৫ আসনের মধ্যে ২৬১ আসন নিশ্চিত করেছে এলডিপি। দলটির শরিক দল, কোমেইতো ৩২ আসনে জয়লাভ করেছে।

৯৬ আসন পাওয়া কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি বৃহত্তম বিরোধী দল হিসেবেই থাকছে। গত নির্বাচনের চেয়ে এবার ১৩ আসন কম পেয়েছে দলটি।
নিপ্পন ইশিন জাপান ইনোভেশন পার্টি ৪১ আসনে জয়লাভ করার মাধ্যমে নিম্নকক্ষে এর উপস্থিতি তিনগুণেরও বেশি বৃদ্ধি করেছে।
প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এক মাসেরও কম সময় ধরে তার এই দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, ভোটাররা তাকে এখন একটি ম্যান্ডেট দিয়েছে এবং তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করবেন।

ক্ষমতাসীন এলডিপি জোট দেশটির সংসদের উচ্চকক্ষও নিয়ন্ত্রণ করছে।

Exit mobile version