স্টাফ রিপোর্টার::জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে এক আলোচনাসভা ও শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা শনিবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা আবাসিক বিদুৎ প্রকৌশলী জিন্নাত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, জগন্নাথপুর ডিগ্রী কলেজের বাংলাবিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম , মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বায়েজিদ আহমদ প্রমুখ। বর্তমান প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও জ্বালানি সংকট নিরসনের একমাত্র উপায় শীর্ষক বক্তৃতা প্রতিযোগীতায় জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিপা তাসমিন দ্বিতীয় স্থান অধিকার করে একই বিদ্যালয়ের শ্রাবন্তী সরকার তৃতীয় স্থান অধিকার করে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র তানভীর আহমদ ইমু। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।