স্টাফ রিপোর্টার :: জাতীয় পর্যায়ে অনুর্ধ-১৬ এর ফুটবল টুর্নামেন্টে সিলেট বিভাগীয় দলে খেলবে জগন্নাথপুরের তিন ক্ষুদে ফুটবলার। এরমধ্যে তারা সিলেট দলের হয়ে ঢাকায় অনুশীলন করছে।
রোববার ঢাকা মোহাম্মদপুর ফুটবল প্রশিক্ষন মাঠে অনুশীলনে অংশ নিয়েছে এই ক্ষুদে ফুটবল খেলোয়ারা।
জানা যায়, বাংলাদেশ ক্রীড়া পধিদপ্তরের ডেভেলাপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৬ এর ২০১৭-১৮ এর আওতায় সিলেট বিভাগীয় অনুশীলন ক্যাম্প বৃহস্পতিবার থেকে তিনদিন ব্যাপি অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের জেলা, উপজেলা পযার্য়েও ২৬জন খেলোয়ার অংশ নেন। এর মধ্যে ১৬ জন তাদের নৈপুণ ক্রীড়া প্রদর্শনের মাধ্যমে কৃতকার্য হয়। এই ১৬ জন খেলেয়ার সিলেট বিভাগীয় টিমে খেলবেন। ১৬জন খেলোয়ারের মধ্যে জগন্নাথপুর উপজেলার তিনজন রয়েছেন। তারা হলেন জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা সাংবাদিক তাজউদ্দিন আহমদের ছেলে অভি আহমদ, শ্রীরামসী গ্রামের রফিক মিয়ার ছেলে হাসান মিয়া ও সৈয়দপুর গ্রামের সৈয়দ ইয়াসির মিয়ার ছেলে সৈয়দ আরিফ। এসব তথ্য নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ভূঁইয়া। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেট বিভাগীয় টিমে আমাদের তিনজন ক্ষুদে ফুটবলার খেলার সুযোগ পেয়েছে। আমি তাদের সবার সফলতা কামনা করছি।
জগন্নাথপুরের সিনিয়র সাংবাদিক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা, দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি তাজউদ্দিন আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বাছাই বাচাঁয়ে অংশ নিয়ে দক্ষতার সঙ্গে অভিসহ ১৬জন খেলোয়ার কৃতকার্য হয়ে এখন সিলেট বিভাগীয় দলের হয়ে ঢাকায় অনুশীলন করছে ক্যাম্পে। সিলেটের গৌরব ও সুনাম অর্জনে তারা যেন সাফল্য বয়ে আনতে পারে এজন্য তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।
Leave a Reply