স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ ক্রীড়া অধিদপ্তরের ডেভেলাপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৬ এর ২০১৭-১৮ এর আওতায় সিলেট বিভাগীয় অনুশীলন ক্যাস্প শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট সমাজ সেবা কমপ্লেক্স মাঠে অনুশীলন ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধণ করেন স্থানীয় সরকারের সিলেট বিভাগের পরিচালক যুগ্ন সচিব মতিউহর মান। এ উপলক্ষ্যে সিলেটের ক্রীড়া অফিসার আল-আমিনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের সিলেট বিভাগের পরিচালক যুগ্ন সচিব মতিউহর মান। তিনি বলেন, কোন কিছু অর্জন করতে হলে অধ্যাবসায় প্রয়োজন। চর্চা ছাড়া সাফল্য আসেনা। তিনি খেলাধুলার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, জাতীয় দলের কৃতিফুটবলার ও কোচ শাহাজউদ্দিন টিপু, স্থানীয় কোচ আজিজুর রহমান মিটন, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র উপদেষ্ঠা জগন্নাথপুর প্রেসক্লাবেরর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক তাজউদ্দিন আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, ১৯ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত এ ক্যাম্প অনুশীলন অনুষ্ঠিত হবে। এতে সিলেট বিভাগের জেলা-উপজেলা পর্যায় থেকে ২৬জন খেলোয়ার অংশ গ্রহন করেছে। এর মধ্যে জগন্নাথপুর উপজেলার তিনজন। তারা হলেন জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা সাংবাদিক তাজউদ্দিনের ছেলে ফয়েজ অভি আহমদ , শ্রীরামসী গ্রামের রফিক মিয়ার ছেলে হাসান ও সৈয়দপুর গ্রামের সৈয়দ ইয়াসির মিয়ার ছেলে সৈয়দ আরিফ।
অনুশীলন ক্যাম্পে অংশ নেয়া ২৬ জনের মধ্যে থেকে ১৬জন কে জাতীয় পর্যায়ের খেলার জন্য মনোনিত করা হবে।
Leave a Reply