Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জাতীয় গণহত্যা দিবসে যুক্তরাজ্য নির্মূল কমিটির আলোর সমাবেশ অনুষ্ঠিত

লন্ডন অফিস- পূ্র্বলন্ডনের আলতাব আলী পার্কের শহীদমিনার প্রাঙ্গনে যুক্তরাজ্য নির্মূল কমিটির উদ্যোগে জাতীয় গণহত্যা দিবসে আলোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ আলোর সমাবেশে ২৫ মার্চে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি লাভে বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন যুক্তরাজ্য নির্মূল কমিটির নেতৃবৃন্দ।

গত ২৫ মার্চ যুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গণহত্যা দিবস উপলক্ষ্যে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোর সমাবেশে
অনুষ্ঠানের সুচনা হয় ঘাতক চৌধুরী মঈন উদ্দিনের হত্যার শিকার ১৮ জন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১৮টি প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে।
এরপর একাত্তরের সকল শহীদদের প্রতিশ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

আলোর সমাবেশে উপস্থিত বক্তারা বলেন ১৯৭১ সালে বাংলাদেশে হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দোসর আলবদর-রাজাকার-জামাত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত করে।
হত্যা করে ত্রিশ লাখ বাঙ্গালী নারীপুরুষ, ইজ্জত হরণ করেদুইলাখ বাঙ্গালী নারীর।
একাত্তরের ২৫ মার্চ তারিখে ঢাকায় প্রথম প্রহরেই হত্যা করে ২৫ হাজারের বেশি মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হলেও সে সময়ের স্নায়ুযুদ্ধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও চীন গণহত্যাকারি পাকিস্তানিদের কেবল সহযোগীতাই করেনি, গণহত্যার রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভে বিভিন্নভাবে বিঘ্ন সৃষ্টি করে।

১৯৭৫ সালের প্রতিবিপ্লব ও জাতির জনককে হত্যা এবং পরবর্তী দুইদশক পাকিস্তান পন্থিশক্তি রাষ্ট্রক্ষমতায় থাকায় যুদ্ধাপরাধীদের বিচার ও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি বিলম্বিত হয়।

স্নায়ুযুদ্ধ পরবর্তী পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি লাভের সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে বক্তারা বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেয়ার জন্য জোর দাবি জানান।

সভায় বক্তারা শীর্ষ যুদ্ধাপরাধী ঘাতক চৌধুরী মঈনউদ্দিনের দেশে ফিরিয়ে নিয়ে বিচারের রায় কার্যকরের জন্য বাংলাদেশ সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহবান জানান।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনিরা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউরোপিয়ান নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আনসার আহমেদ উল্লাহ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র কাউন্সিলার আহবাব হোসেন, নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মতিয়ার চৌধুরী , নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার উপদেষ্ঠা মুরাদ কুরেশি, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, যুক্তরাজ্য জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শাহনুর এবং নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার কার্যকরী পরিষদের সদস্য সুশান্ত দাস। এ ছাড়াও আলোর মিছিলে উপস্থিত ছিলেন নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সহসভাপতি জামাল খান, কার্যকরী কমিটির সদস্য নাট্যশিল্পী মাহফূজা তালুকদার, কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক রুমানা রাখি প্রমুখ ।

Exit mobile version