স্টাফ রিপোর্টার:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগে সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিনা টিকেটে সকল রোগীদেরকে সেবা প্রদান করা হবে। উপজেলার ২৪টি কমিউনিটি ক্লিনিকে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রোগীদের সেবা প্রদান ও ভর্তিকৃত রোগীদের উন্নত খাবার পরিবেশন করা হবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে আলোচনসভা মিলাদ মাহফিল ও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবারি পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম আব্দুল হাকিম জানিয়েছেন।
Leave a Reply