1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জাতিসংঘের সঙ্গে থাকা কিছু দেশ সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে: এরদোগান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

জাতিসংঘের সঙ্গে থাকা কিছু দেশ সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে: এরদোগান

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৫১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘের সঙ্গে থাকা কিছু দেশ তুরস্কের বিচার থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বুধবার আন্তর্জাতিক ন্যায়পাল সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।

এরদোগান বলেন, পিকেকে সন্ত্রাসীগোষ্ঠীর সদস্যরা, যাদের রেড নোটিশ দিয়ে চাওয়া হয়েছে, কিন্তু তারা তাদের ফেরত দেয়নি। তারা ইউরোপের বিভিন্ন দেশে তুরস্কের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করতে পারে এবং তুর্কি নাগরিক ও প্রতিনিধিদের ওপর হামলা চালাতে পারে।

ফেতুল্লা সন্ত্রাসী সংগঠনের (এফইটিও) মার্কিন নেতা ফেতুল্লা গুলেন সম্পর্কে এরদোগান বলেন, যেমনটি জানা গেছে, এফইটিওয়ের প্রধান নেতা, যিনি আমাদের ২৫২ নাগরিককে গত বছর ১৫ জুলাই হত্যা করেছিলেন এবং আমাদের পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট ভবনে বোমা হামলা চালিয়েছিলেন। যুক্তরাষ্ট্র এসব সন্ত্রাসী সংগঠনের তদারকি চালিয়ে যাচ্ছেন।

প্যারিসের ঘটনাতে উদাহরণ টেনে তুর্কি নেতা বলেন, আমি আশা করি যে ঘটনাগুলো ভালো ও খারাপ সন্ত্রাসীদের মধ্যে পার্থক্যের ভুলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একটি নতুন যুগ শুরু করবে। সূত্র: ইয়েনি শাফাক

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com