স্টাফ রিপোর্টার-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধব ১৭ উদ্বোধনী খেলায় দোয়ারাবাজার উপজেলা কে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করেছে জগন্নাথপুর উপজেলা। আজ বুধবার সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সুনামগঞ্জ জেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্জ্ব নুরুল হুদা মুকুট,পুলিশ সুপার সুনামগঞ্জ মোঃ মিজানুর রহমান বিপিএম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী,উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজন কুমার সিংহ।