স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরশহরে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় প্রকট আকার ধারন করছে। ফলে প্রতিনিয়ম দূর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের।
শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, পাগলা জগন্নাথপুর-রানীগঞ্জ- আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর পৌরশহরের প্রানকেন্দ্র মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মোড় থেকে হ্যালিপ্যান্ড এলাকার বিভিন্ন স্থানে বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ওই সড়কে মাস দেড় পূর্বে সংস্কারকাজ কাজ শুরু হয়। সড়কের দুইপাশের ড্রেনেজ ব্যবস্থা বন্ধ থাকায় এবং সড়ক খুড়াঁখুঁতিতে এক পশলা বৃষ্টিতেই বন্যায় রূপ নেয়। ফলে সড়কের দুইপাশের শত শত ব্যবসা প্রতিষ্টানের সামনে হাটুপানি পর্যন্ত জমে থাকে। আবার কোন কোন দোকানঘরে পানি প্রবেশ করতে দেখা গেছে।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার ব্যবসায়ী জুয়েল মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সামান্যবৃষ্টিতে বন্যায় রূপ নেয়। পানি নিস্কাশনের কোনোধরনের ব্যবস্থা নেই। ফলে বৃষ্টিরপানি দোকানঘরে প্রবেশ করে। এতে আমরা অবর্নীয় দূর্ভোগ পোহাচ্ছি।
আরেক ব্যবসায়ী কদ্দুস মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টিবাদলের দিনের সড়কে সংস্কার কাজ শুরু হওয়ায় অসহনীয় যন্ত্রনায় পড়েছি আমরা। ব্যবসা প্রতিষ্ঠানের সামনে লম্বা খাদের মতো গর্ত রয়েছে। বৃষ্টিপাত হলেওই ওই গর্তের ময়লা আবর্জনায় পানি ভেসে ছড়িয়ে পড়ে আশপাশ এলাকায়। খুবই কষ্টে আছি আমরা।
এদিকে এছাড়াও সড়কের ইড়কছই বিদ্যুতের সাবষ্টেশন এলাকায় সংস্কারের জন্য মাস দেড় পূর্বে খুড়াঁখুড়ি করে কাজ বন্ধ করে দেওয়ায় স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন। বৃষ্টি এলে চলাফেরা করা দায় হয়ে উঠে এলাকাবাসীদের। সড়কের দুইপাশের শতাধিক ব্যবসায়ীরা পানি বন্ধ হয়ে পড়েন। যে কারনে দূর্ভোগের সঙ্গেই বসবাস করতে হচ্ছে লোকজনকে।
জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সোহেল আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের প্রধান সকড়ে সংস্কার কাজ শুরু হওয়ায় বৃষ্টির পানিতে একটু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমরা নাগরিক দূর্ভোগ এড়াতে প্রাণপন চেষ্ঠা চালাচ্ছি।
Leave a Reply